আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের প্রধান ইসলামি দলগুলো জোটের রাজনীতি নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে। তবে জামায়াতে ইসলামীকে নিয়ে বেশ কিছু দল প্রকাশ্যে শঙ্কা ও আপত্তির কথা জানাচ্ছে। নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, বিএনপির সঙ্গে সমঝোতায় তাদের তেমন আপত্তি না থাকলেও জামায়াত নিয়ে তাদের দ্বিধা-দ্বন্দ্ব প্রবল। জামায়াতে ইসলামীকে নিয়ে সবচেয়ে তীব্র সমালোচনা আসে হেফাজতের আমীর মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর কাছ থেকে। গতকাল হাটহাজারীতে এক সম্মেলনে তিনি বলেন, মওদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না। মওদুদিবাদীরা সাহাবিদেরকে সত্যের মাপকাঠি মানে না। ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে, জামায়াত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ইমানহারা হয়েছেন ইত্যাদি। এর কিছু দিন আগে চট্টগ্রামের নাজিরহাটে ‘ওলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি জামাতের ব্যপারে...