শান্তির ঘুমের জন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে। কিন্তু বিভিন্ন কারণে মানুষ ঘুমাতে পারে না। ফলে বিভিন্ন মানুষিক ও শারীরিক সমস্যা তৈরি হয় এবং জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এরকম একজন ঘুমহীন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’ (Sweet Sleep)। এই ঘুমহীন মানুষের চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক। এছাড়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রুনা খান, মোঃ ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত,আশিক সরকার ও কাকন চৌধুরী। অভিনেতা ওমর মালিক বলেন, নির্মাতা বয়াতির সঙ্গে দীর্ঘদিনের পরিচয়।তার কাজ আমি পছন্দ করি। একসঙ্গে কাজ হবে-হবে করে আর হয়ে ওঠেনি। তবে এবার হয়েছে। নিদ্রাসুর-এর গল্প আমাকে এতটাই আকৃষ্ট করেছে যে সকল প্রতিকূলতা মোকাবিলা করে কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আশা করছি দেশ ও দেশের বাহিরের বিভিন্ন চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের মন জয় করবে নিদ্রাসুর।’ জাহাঙ্গীর...