০৪ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:২৯ পিএম দেশের ক্রিকেট যার পরিচিতি টেস্ট ব্যাটসম্যান হিসেবে, সেই সাদমান ইসলামের ব্যাট থেকে এলো বিস্ফোরক সেঞ্চুরি। আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের সঙ্গে গড়লেন উদ্বোধনী জুটিতে রেকর্ড। বরিশাল বিভাগকে আরও একটি পরাজয় উপহার দিল ঢাকা মেট্রো। চলমান জাতীয় লিগ টি-টোয়েন্টির ২২তম ম্যাচে ১৯৭ রানের পুঁজি গড়ে বরিশালকে ৯৬ রানে হারিয়েছে মেট্রো। ৬১ বলে ১০১ রানের ইনিংসে মেট্রোর জয়ের নায়ক সাদমান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রবিনের সঙ্গে সাদমানের উদ্বোধনী জুটিতে আসে ১৭৭ রান। জাতীয় লিগ টি-টোয়েন্টিতে যে কোনো জুটিতেই যা সর্বোচ্চ। আগের সর্বোচ্চ জুটি ছিল চলতি আসরেই নাজমুল হোসেন শান্ত ও হাবিবুর রহমানের ১৪৮ রান। মাহফিজুল ৯ চার ও ২ ছক্কায় ৪৯ বলে ৭৯ রানের ইনিংস খেলে আউট হলে ভাঙে...