ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৬ জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করেছে খেলাফত মজলিস। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইবি) ভবনে মতবিনিময় সভায় দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে ২৫৬ জনকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিক পর্যায়ে মনোনীত করা হয়েছে। বাকি প্রার্থীদের নাম আগামীতে ঘোষণা করা হবে। তবে জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে সেক্ষেত্রে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।সভায় আহমদ আবদুল কাদের ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর বিরুদ্ধে আরোপিত অবরোধ ভাঙতে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের গাজাগামী ‘সুমুদ ফ্লোটিলা’র নৌবিহারে ইসরায়েলি বাহিনীর হামলা ও কয়েকশত মানবাধিকার কর্মীকে আটকের নিন্দা জানান। আটক মানবাধিকারকর্মীদের অবিলম্বে মুক্তিরও দাবি জানান...