ছয় মাসের মাথায় আবারও পাকিস্তানি ব্যান্ড জুনুনের শিল্পী আলী আজমতের ঢাকায় কনসার্টের ঘোষণা এসেছে। কনসার্ট আয়োজক ‘অ্যাসেন বাজ’ নামের প্রতিষ্ঠানের ফেইসবুক পেইজে বলা হয়েছে, ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে আগামী ১৪ নভেম্বর ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ কনসার্টে গাইবেন এই শিল্পী। বৃহস্পতিবার থেকে কনসার্টের টিকেট বিক্রিও শুরু হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আসার ঘোষণা দিয়েছিলেন। গত মে মাসে কনসার্টটি হওয়ার কথা থাকলেও সেতা পিছিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘গেট সেট রক’ ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকেট। আলী আজমত ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা গেয়েছেন পাকিস্তানের ‘জুনুন’ নামের ব্যান্ডে। ওই সময় থেকে তার খ্যাতি ছড়ায় ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। এরপর ২০০৬ সালে 'সোশ্যাল সার্কাস' নামের আরেকটি ব্যান্ড গড়েন তিনি।...