বিসিবি নির্বাচন যেন বলিউডের ওয়েব সিরিজকেও হার মানাবে। থ্রিলার গল্প বললেও ভুল হবে না। আর এক দিন পরেই বিসিবি নির্বাচন, এর আগে গুরুতর অভিযোগ করেছেন বিসিবির পরিচালক পদের প্রার্থী হাসিবুল আলম। বিসিবির একাধিক কাউন্সিলরদের ঢাকার একটি হোটেলে গোপনে রাখা হয়েছে অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এই কাউন্সিলর। বিসিবি নির্বাচনে কাউন্সিলরদের ভোটে পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ থেকে ১০ পরিচালকের মধ্যে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন ৬ জন। ক্যাটাগরি-১ থেকে নির্বাচন হবে কেবল ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। রাজশাহী বিভাগের ১ জন পরিচালক পদের জন্য প্রার্থী হয়েছেন ৩ জন। যাদের একজন হলেন হাসিবুল আলম। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাসিবুল তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাঁপাইনবাবগঞ্জের মুখলেছুর রহমানের...