বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় কোচের দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু। শনিবারের সংবাদ সম্মেলনে টিটুর হাতে দলের হাল তুলে দেওয়ার কারণ হিসেবে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, দলের ‘আরও ভালো অনুশীলনের’ প্রয়োজনের কথা। বাছাইয়ের অনুশীলন অবশ্য পর্যাপ্ত হয়নি। সপ্তাহখানেক আগে থেকে মেয়েরা ট্রেনিং করছে টিটুর অধীনে। রোববার দুবাইয়ের উদ্দেশে রওনা দিয়ে সেখানে মঙ্গলবার সিরিয়া ও বৃহস্পতিবার স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলে ‘আসল প্রস্তুতি’ নিতে চান কোচ। এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন’স চ্যাম্পিয়নশিপের বাছাই নিয়ে যদিও বড় স্বপ্ন দেখাননি তিনি। “আমি মনে করি আসল প্রস্তুতি দুবাইয়ে হবে। আসরে ওরা (জর্ডান ও চাইনিজ তাইপে) আমাদের চেয়ে এগিয়ে। ওদের কোনো ভিডিও দেখি নাই। একটা ম্যাচের হাইলাইটস দেখেছি, জর্ডান খুব পাওয়ারফুল দল। প্রথম ম্যাচ আমাদের জর্ডানের সঙ্গে। আগে ওই দুই দলের খেলা হলে...