ব্যানারে বড় বড় অক্ষরে লেখা, ‘বিসিবি নির্বাচনে নোংরামির বিরুদ্ধে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের প্রতিবাদ’। সংবাদ সম্মেলনের সম্ভাব্য বিষয়বস্তু পরিষ্কার ফুটে উঠল তাতেই। প্রায় অর্ধশত ক্লাবের প্রতিনিধি একত্রিত হয়ে বিসিবি নির্বাচনকে বললেন ‘প্রহসনের নির্বাচন।’ তারা সরাসরি জানিয়ে দিলেন, তিন দফা দাবি মানা না হলে আসন্ন লিগসহ কোনো ধরনের ঘরোয়া ক্রিকেটে তারা অংশ নেবেন না। অন্তত ৪৮টি ক্লাব এ সিদ্ধান্তে একমত বলেই দাবি সংবাদ সম্মেলন আয়োজকদের। বিসিবির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা নতুন মোড় নিল শনিবার। হাইকোর্টে করা এক রিট থেকে শুরু হয়ে ক্লাব সংগঠকদের সংবাদ সম্মেলন—সবকিছু মিলিয়ে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তীব্র হলো আরও। বিসিবির সাবেক সভাপতি এবং এবারের ক্লাব ক্যাটেগরি থেকে পরিচালক পদে প্রার্থী ফারুক আহমেদ গত মঙ্গলবার হাইকোর্টের চেম্বার জজ আদালতে এক রিট করেন। তিনি অভিযোগ করেন, দুদকের তদন্তে থাকা...