জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শেখ হাসিনার পতন মানতে না পেরে ৫ আগস্টের পর হিন্দুস্তান বাংলাদেশবিরোধী নানাবিধ ষড়যন্ত্রে মেতে আছে। তারা বহুবার গুজব ছড়িয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছে।হিন্দু ধর্মালম্বীদের অত্যাচারের মিথ্যা গল্প তৈরি করেছে। অথচ নিজ মাটিতে হিন্দুস্তান সময়ে অসময়ে মুসলমানদের ওপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। হিন্দু মুসলমানসহ সব ধর্মের মানুষদের নিয়ে কীভাবে শান্তিপূর্ণ সহঅবস্থান সৃষ্টি করতে হয়, বাংলাদেশের পূজা দেখে হিন্দুস্তানের শিক্ষা নেওয়া উচিত। শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী ১২ সাংঠনিক জেলায় ৭ দফা দাবিতে জাগপার লিফলেট বিতরণ শেষে, জেলা নেতাদের সঙ্গে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, দেশের মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে। আগামীর জাতীয় নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে, লেভেল প্লেইং ফিল্ডে, হিন্দুস্তানের প্রভাবমুক্ত।...