স্বীকৃত টি-টোয়েন্টিতে এর আগে একটি ফিফটি ছিল সাদমান ইসলামের। সর্বোচ্চ রান ৫৪। জাতীয় ক্রিকেট লিগে আগের ম্যাচে ৪৯ রান করেছিলেন। ফিফটি না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে সাদমান এবার পেলেন সেঞ্চুরি স্বাদ। টি-টোয়েন্টি ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরিতে বরিশাল বিভাগকে বিশাল ব্যবধানে হারিয়েছে ঢাকা মেট্রো। সাদমানের ৬১ বলে ১০১ রানের ইনিংসে ভর করে ঢাকা মেট্রো ৬ উইকেটে ১৯৭ রান করে। জবাবে বরিশাল বিভাগ ১০১ রানে অলআউট হয়। ৯৬ রানের বিশাল ব্যবধানে ঢাকা মেট্রো জয় পায়।আরো পড়ুন:বিরাট-রোহিতের ওয়ানডে অধিনায়কও গিলরোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের ম্যাচের পুরোটা জুড়েই ছিলেন সাদমান। উইকেটের চারিপাশে দৃষ্টিনন্দন সব শটে মুগ্ধ করেন সবাইকে। ১১ চার ও চার ছক্কায় ১৬৫ স্ট্রাইকরেটে সাজান ইনিংসটি। ২০১৫ সালে স্বীকৃত টি-টোয়েন্টিতে তার পথ চলা শুরু। কিন্তু ১০ বছরে মাত্র ২১টি ম্যাচ খেলেছেন বাঁহাতি ওপেনার। জাতীয় দলে...