দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড লাইভ শপিং চট্টগ্রামে তাদের দ্বিতীয় আউটলেট চালু করেছে। শুক্রবার (৩ অক্টোবর) নগরীর জিইসি মোড়ে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইভ শপিং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক খানসহ কোম্পানির ব্যবস্থাপনা পর্ষদের অন্যান্য সদস্যরা। লাইভ শপিং চট্টগ্রামে প্রথম শাখা চালু করে ২০২৩ সালে সানমার ওশান সিটি শপিং মলে। তবে ছোট আকারের কারণে ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণ সম্ভব হচ্ছিল না। সেই চাহিদা মেটাতেই নতুন এই বড় আকারের আউটলেট চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ উপহার অফার। ক্রেতারা যেকোনো কেনাকাটার সঙ্গে উপহার হিসেবে পেয়েছেন পোলো টি-শার্ট, পাঞ্জাবি, এমনকি ব্লেজারও। লাইভ শপিং-এর সিইও ও ফ্যাশন ইনফ্লুয়েন্সার আশিক খান বলেন, “আমরা সবসময়ই সাধ্যের মধ্যে সর্বোত্তম মানের পণ্য দেওয়ার চেষ্টা করি। গ্লোবাল ট্রেন্ডের...