এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ১৩ অক্টোবর জর্ডানে শুরু হবে বাছাইপর্বে বাংলাদেশের মিশন। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। দুবাইয়ের উদ্দেশে আগামীকাল সকালে রওনা দেবে দল। আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশের নারীরা। এরপর পাড়ি দেবে জর্ডানে। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপে। বাংলাদেশের চেয়ে শক্তিমত্তায় এগিয়ে দুদলই। যেখানে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী প্রস্তুত হতে পারেনি। বাফুফের নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ সেটি স্বীকার করেছেন অকপটে। তাই, চাপ দিতে চান না মেয়েদের ওপর। আজ শনিবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে কিরণ বলেন, ‘নানা কারণে আমাদের প্রস্তুতি হয়তো সেভাবে হয়নি। আমি মেয়েদের...