আসন্ন ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন কাউন্সিলর। তাদের অনেকেই এখন নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন। আর তিন দফা দাবি না মানলে বিসিবির পরবর্তী ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (৪ অক্টোবর) মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন দাবি তুলেছেন ক্লাব সংগঠকরা। এ সময় নিজেদের দাবি ও এর যৌক্তিকতা উত্থাপন করেন মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদের নির্বাচনের নামে প্রহসন নিয়ে যত বিতর্কের সৃষ্টি হয়েছে। এটি বাংলাদেশ ক্রিকেটকে পৃথিবীর বুকে বিতর্কিত করেছে। তাই ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত করে দেশের ক্রিকেটকে কলঙ্কিত না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য তিনটি পরামর্শ দিয়েছেন ক্লাব সংগঠকরা। সেগুলো হলো- ১. বর্তমান...