তরুণ অভিনেতা আহমেদ সাজু তার দুর্দান্ত অ্যাকশন অভিনয়ের মাধ্যমে দর্শক মন জয় করেছেন সদ্য মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'মৃত্যুদূত'-এ। ছবিটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সোহানূর রহমান। সিনেমায় সমাজের বাস্তবতা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও ন্যায়ের বিজয়কে উপজীব্য করা হয়েছে। সাজুর পাশাপাশি অভিনয় করেছেন লিটু করিম, উল্কা, রাজসহ একাধিক তরুণ শিল্পী। তবে সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন আহমেদ সাজু তার প্রাণবন্ত অ্যাকশন দৃশ্যের জন্য। ‘মৃত্যুদূত’ মুক্তির পর ইউটিউব চ্যানেল আহমেদ সাজু ড্রামা ও ফেসবুক পেইজ আহমেদ সাজু'স ক্রেশন–এ প্রকাশিত হয়। অনলাইন দর্শকদের...