যথাসময়ে বদলি চালুর দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা। আগামীকাল রোববার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। রোববার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইউনিটি অব টিচার্সের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের মুখপাত্র এ এইচ বাবলু। তিনি বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকে শূন্য পদের তথ্য সংগ্রহের কথা থাকলেও সেটি মানা হয়নি। এ অবস্থায় আমরা আগামীকালকের সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে আলটিমেটাম দিতে চাই। এ আলটিমেটামের মধ্যে বদলির কার্যক্রম শুরু না করা হলে শিক্ষকরা কঠোর কর্মসূচিতে যাবে।’ তিনি আরও বলেন, ‘শিক্ষকরা কোনো কর্মসূচিতে যেতে চায় না। এজন্য আমরা...