০৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (৪ অক্টোবর) দুপুরে বরিশাল সিটি কর্পোরেশন সংলগ্ন হাজী মহসীন মার্কেট ও তার আশপাশ এলাকায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। এসময় রহমাতুল্লাহ বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি। এ দুইটি রোধ করতে পারলে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। সেকারণে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করতে ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়তে চান। ইতিমধ্যে ৩১ দফার কর্মসূচি দেশের মানুষ আনন্দের সাথে গ্রহণ করেছে। কিন্ত একটি মহল মিথ্যাচার ও অপ-প্রচারের মাধ্যমে বিএনপি এবং তারেক...