মিস ইউনিভার্স ইউএই ২০২৫ এর মুকুট পরেছেন ২৬ বছর বয়সী মারিয়াম মোহাম্মদ। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রথম কোনো তরুণী, যিনি মিস ইউনিভার্সের বিশ্ব মঞ্চে নিজ দেশের পতাকা বহন করতে যাচ্ছেন। খবর খালিজ টাইমসের। ফ্যাশনের শিক্ষার্থী মারিয়াম মোহাম্মদ ‘নারীদের কণ্ঠস্বর’ হওয়ার স্বপ্ন দেখেন। কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে শত শত আবেদনকারীর মধ্য থেকে তিনি নির্বাচিত হয়েছেন বিশ্ব মঞ্চে আরব আমিরাতের প্রতিনিধিত্ব করার জন্য। মিস ইউনিভার্স ২০২৫ আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। মারিয়াম মোহাম্মদ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস জুগিয়েছে। আমি উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী ও উৎসাহী নারীদের কণ্ঠস্বর হতে চাই। মিস ইউনিভার্স ইউএই কেবল সৌন্দর্যের বিষয় নয়, এটি প্রভাবেরও।’ মারিয়াম সিডনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি বর্তমানে ইএসএমওডি দুবাইতে (ফরাসী ফ্যাশন প্রতিষ্ঠান) ফ্যাশন ডিজাইনে অধ্যয়ন করছেন। তিনি...