শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু হচ্ছে আগামীকাল (৫ সেপ্টেম্বর) রোববার। রাজধানীর বিভিন্ন জায়গায় ছবির দৃশ্যধারণ করা হবে। এই ছবির মধ্যদিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন শাকিব খান। এতদিন এ নিয়ে এরচেয়ে বেশি কিছু জানা যায়নি। অবশেষে শুটিংয়ের আগের দিন ছবি নিয়ে জানালেন নির্মাতা। এক ভিডিও বার্তায় সাকিব ফাহাদ বলেন, ‘অবশেষে আমরা আমাদের সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। সিনেমার নাম “সোলজার”। এতে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আর আমরা দেশপ্রেম নিয়ে একটা গল্প বলার চেষ্টা করছি। যেখানে বর্তমান পরিস্থিতে আমাদের সামগ্রিকভাবে মানুষের মধ্যে যে চিন্তা চেতনা আছে, সেরকম একটা গল্পই আমরা তুলে ধরছি।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে, গত তিন বছর...