পবিত্র রমজান শুরু হবে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা-এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি। প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, রমজান শুরু হতে এখনো ঠিক ১৩৯ দিন বাকি। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গলফ নিউজ এ খবর জানিয়েছে। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান শুরু হবে নতুন চাঁদ ওঠার ভিত্তিতে। এই চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী আকাশে দেখা যাবে। তবে ওই সন্ধ্যায় চাঁদটি সূর্যাস্তের মাত্র এক মিনিট পর অস্ত যাবে, ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব হবে না। এর ফলে রমজান মাসের প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পড়বে বলে ধারণা করা হচ্ছে, যদিও চূড়ান্ত ঘোষণা চাঁদ দেখা কমিটিগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আল জারওয়ান আরও জানিয়েছেন, আবুধাবিতে রোজা রাখার সময় শুরুতে প্রায় ১২...