তরুণ বয়সে অনেক ম্যাচের চাপ, এই কারণে কিনা পরিষ্কার নয়; তবে লামিনে ইয়ামালের চোট সমস্যা বেড়েই চলেছে। পুরোনো কুঁচকির সমস্যা ফিরে আসায় আবার মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। এতে মৌসুমের প্রথম ক্লাসিকো তার খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে লা লিগায় রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটিতে শেষ পর্যন্ত ইয়ামাল খেলতে না পারলে তা কাতালান ক্লাবটির জন্য হবে অনেক বড় ধাক্কা। বার্সেলোনার দাবি, গত মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে কুঁচকিতে কিছুটা সমস্যা নিয়ে জাতীয় দলে যোগ দেন ইয়ামাল এবং সেখানে দুটি ম্যাচে খেলে তার চোট আরও বেড়ে যায়। এজন্য বার্সেলোনার হয়ে ভালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি এই তরুণ তারকা। সেরে উঠে গত সপ্তাহান্তে লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি...