জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের পর গঠিত বর্তমান সরকার ছাত্র উপদেষ্টাদের অংশগ্রহণ ছাড়া টিকত না। তার ভাষায়, “ছাত্রদের ভূমিকা না থাকলে সরকার তিন মাসও টিকে থাকতে পারত না।” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়- ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল? এর জবাবে নাহিদ ইসলাম বলেন, “আমরা শুরু থেকেই জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। ফলে ছাত্র নেতাদেরই এই দায়িত্ব নিতে হয়েছে। ছাত্রদের শক্তি না থাকলে সরকার অল্প সময়েই ভেঙে পড়ত।” তিনি আরও দাবি করেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য তাদের বিশ্বাস ভঙ্গ করেছেন। “কিছুজনের ওপর আস্থা রেখে আমরা প্রতারিত হয়েছি,”—বলেন তিনি। পাশাপাশি তিনি সতর্ক করেন, প্রয়োজনে সংশ্লিষ্টদের...