পরদিন দ্বিতীয় ভুক্তভোগী অন্য এক ব্যক্তির কাছে ঘটনাটি জানালে বিষয়টি প্রকাশ্যে আসে এবং পুলিশে অভিযোগ করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, শাস্তি লঘু করার আবেদন জানিয়ে আদালতে নিজেদের দারিদ্র্যের কথা তুলে ধরেন তারা। আরোক্কিয়াসামি বলেন, গত বছর আমার বাবা মারা গেছেন। আমার তিন বোন রয়েছে। সংসারে অর্থকষ্টে ভুগছিলাম, তাই এমন করেছি।রাজেন্দ্রন জানান, আমার স্ত্রী ও সন্তান ভারতে একা থাকে। তারা আর্থিক কষ্টে রয়েছে।সিঙ্গাপুরের আইনে ডাকাতির সময় ভুক্তভোগীর শারীরিক ক্ষতি করলে পাঁচ থেকে ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। একইসঙ্গে অভিযুক্তকে ন্যূনতম ১২ বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শাস্তি লঘু করার আবেদন জানিয়ে আদালতে নিজেদের দারিদ্র্যের কথা তুলে ধরেন তারা। আরোক্কিয়াসামি বলেন, গত বছর আমার বাবা মারা গেছেন। আমার তিন বোন রয়েছে। সংসারে অর্থকষ্টে ভুগছিলাম, তাই এমন করেছি।রাজেন্দ্রন জানান, আমার স্ত্রী ও...