ইরান ও রাশিয়ার মধ্যে ২০ বছরের বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। একই সময়ে উভয় দেশ ২৫ বিলিয়ন ডলারের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তিও করেছে।এই অংশীদারিত্ব কেবল রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তিতে কৌশলগত মিত্রতার নতুন অধ্যায়ও সূচনা করছে। ২০২৫ সালের ১৭ জানুয়ারি মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ৪৭ ধারাবিশিষ্ট এই গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেছিলেন। পরে রাশিয়ার সংসদ ও ইরানের মজলিস সর্বসম্মতভাবে এটি অনুমোদন করে। বৃহস্পতিবার (২ অক্টোবর) থেকে এই চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে বলে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ‘সমগ্র কৌশলগত অংশীদারিত্ব’-এর নতুন পর্যায়ে উন্নীত করা হলো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই চুক্তি রাশিয়া ও ইরানের রাজনৈতিক নেতৃত্বের একটি ‘কৌশলগত সিদ্ধান্তের’...