ইসরাইলের ক্রমাগত হুমকি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির মুখে দাঁড়িয়ে অবশেষে কি কঠোর প্রতিশোধের পথে হাঁটতে চলেছে ইরান? ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে-এর সাম্প্রতিক বক্তব্য সেই জল্পনাই উসকে দিচ্ছে। তিনি জানিয়েছেন, শত্রুদের প্রতিহত করতে তার সামরিক বাহিনী জোর প্রস্তুতি নিয়েছে এবং দেশকে রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। তুরস্ক সফর শেষে দেশে ফিরেই আজিজ নাসিরজাদে চাঞ্চল্যকর এই তথ্যগুলি দেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি ১৩ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, নাসিরজাদে জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তুরস্কের সাথে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে তেহরান। মনস্তাত্ত্বিক যুদ্ধ ও সামরিক প্রস্তুতিপ্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের আনাগোনা বেড়েছে, যা অঞ্চলজুড়ে উদ্বেগের মেঘ সৃষ্টি করেছে। এই প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে...