২১ বছর বয়সী সাভিনিয়োর সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করার কথা শনিবার জানিয়েছে সিটি। মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। সিটির সঙ্গে সাভিনিয়োর আগের চুক্তি ছিল ২০২৯ সাল পর্যন্ত। সেটির সঙ্গে নতুন করে মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর। এবারের গ্রীষ্মের দলবদলে সাভিনিয়োকে নিতে আগ্রহ দেখায় টটেনহ্যাম হটস্পার। কিন্তু সিটিতেই দীর্ঘমেয়াদী চুক্তি করতে পেরে ভীষণ খুশি এই ফুটবলার। “সিটির সঙ্গে নতুন চুক্তি করতে পেয়ে আমি গর্বিত। পেপ (গুয়ার্দিওলা) ও ক্লাব আমার ওপর এতটা আস্থা রাখে, এটা জানতে পারা খুবই বিশেষ এক অনুভূতি। আমার আরও উন্নতির জায়গা আছে। আমি এখনও অনেক তরুণ ও শেখার জন্য খুবই উন্মুখ।” ২০২৪ সালে জিরোনা থেকে সাভিনিয়োকে দলে টানে সিটি। ক্লাবটিতে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ৩ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট...