মারুফার দূরন্ত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় শুরু হয় আইসিসি নারী বিশ্বকাপে দুর্দান্ত এক স্পেলে বিশ্ব ক্রিকেটে ঝড় তুললেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে তার আগুনঝরা বোলিং মুগ্ধ করেছে শুধু সমর্থক নয়, কিংবদন্তি ক্রিকেটারদেরও। আর সেই তালিকায় আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাও। মাত্র ১৯ বছর বয়সেই বাংলাদেশের একমাত্র স্পেশালিস্ট ফাস্ট বোলার হিসেবে দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মারুফা। ম্যাচের প্রথম ওভারেই দুই নিখুঁত ইন-সুইংয়ে সাজঘরে ফেরান পাকিস্তানের ওপেনার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে, দুজনই শূন্য রানে আউট। তার শানিত সুইং আর নিখুঁত নিয়ন্ত্রণে পাকিস্তানের টপ অর্ডার তছনছ। শেষ পর্যন্ত ৭ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়ে জিতে নেন ম্যাচসেরার পুরস্কার। আইসিসি তাদের অফিশিয়াল ফেইসবুক পেইজে মারুফার দুটি দুর্দান্ত ডেলিভারির ভিডিও প্রকাশ করলে মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। সেই...