ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলার জেহরিতে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে ১৪ জন সন্ত্রাসী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। তারা নিহতদের ‘ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য’ বলে দাবি করেছে।শনিবার (৪ অক্টোবর) পাক সংবাদমাধ্যম জিও টিভির খবরে বলা হয়, ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের জেহরিতে অবস্থানের তথ্য পাওয়ার পর ওই অভিযান চালানো হয়। সেনাবাহিনীর দাবি, নিহত সন্ত্রাসীরা দেশবিরোধী কার্যকলাপে সক্রিয় ছিল। অভিযান শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।এরআগে বেলুচিস্তানের সেরানি বিভাগে গত সপ্তাহে এমন অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। ওই সময় সাত সন্ত্রাসী নিহত হয়।ওই অভিযানের পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, সেরানিতে তেহরিক-ই-পাকিস্তানের সদস্যদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। তখন সাত ভারতীয় খারেজি নিহত হয়।সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিসের তথ্য অনুযায়ী ২০২৫...