অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে মেয়েদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্ব। সাফ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দল তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কনফারেন্স কক্ষে এ তথ্য জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহি সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। সংবাদ সম্মেলনে কিরণ জানান, ‘আপনারা জানেন আমরা এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে যাব। তার আগে আমরা সংযুক্ত আরব আমিরাতে দুটি ম্যাচ খেলব। একটি ম্যাচ খেলব সিরিয়ার বিপক্ষে, আরেকটি খেলব সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।’ ‘৭ অক্টোবর আমরা খেলব সিরিয়ার বিপক্ষে। ৯ অক্টোবর আমরা খেলব সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তারপর আমরা চলে যাব জর্ডানে এবং সেখানে প্রথম ম্যাচ খেলব।’ ‘আমাদের মেয়েদের আপাতত একটাই লক্ষ্য তারা ভালো খেলবে, প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে। সবচেয়ে বড় কথা এটা হবে ওদের শিক্ষণীয়...