এশিয়ার পর এবার উত্তর আফ্রিকার দেশ মরক্কো তরুণদের (জেন-জি) বিক্ষোভে উত্তাল। ভালো সরকারি পরিষেবা এবং দুর্নীতির অবসানের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তরুণদের সংগঠন জেন-জি ২১২ এবার সরাসরি সরকারের পদত্যাগ দাবি করেছে। শুক্রবার (৩ অক্টোবর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানানো হলেও, মঙ্গলবার ও বুধবারের বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন দেখা যায়। এর জেরে সৃষ্ট সহিংসতায় পুলিশের গুলিতে তিনজন নিহত হন। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাবাত, কাসাব্লাঙ্কা, মারাকেশ ও আগাদিরের মতো প্রধান শহরগুলোতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশের পরই সম্প্রতি গঠিত জেন-জি ২১২, সরাসরি বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের কাছে সরকারের বরখাস্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। গোষ্ঠীটি জানায়, মরক্কোর সাংবিধানিক অধিকার রক্ষা এবং...