উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ায় এক নজিরবিহীন ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। ২০২১ সালে ফেসবুকে প্রেসিডেন্ট কাইস সাইয়েদকে সমালোচনা করে পোস্ট দেওয়ার অপরাধে সাবের চৌচিহান (৫৬) নামের এক দিনমজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তিউনিশিয়ান লিগ ফর হিউম্যান রাইটস ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে, মানবাধিকার কর্মীরা এমন রায়কে নজিরবিহীন ও মর্মান্তিক বলে অভিহিত করেছেন। শুধু ফেসবুক পোস্টের জন্য মৃত্যুদণ্ডসাবের চৌচিহানের আইনজীবী জানিয়েছেন, পেশায় দিনমজুর চৌচিহানকে প্রেসিডেন্টকে নিয়ে সমালোচনামূলক পোস্ট দেওয়ার কারণে চলতি বছর (২০২৪ সালে) নিরাপত্তা বাহিনী আটক করে। নাবুল শহরের আদালত শুধুমাত্র ওই ফেসবুক পোস্টের জন্যই সাবেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যদিও গেল তিন দশকেরও বেশি সময়ে তিউনিশিয়ায় কারো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি, তবুও এই কঠোর রায় দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। চৌচিহানের...