কিন্তু সম্পর্ক নিয়ে গবেষণাকারী বিশেষজ্ঞদের মতে, এই প্রকাশ্য সুখের প্রদর্শন সব সময় প্রকৃত সুখের প্রতিফলন নয়; বরং অনেক ক্ষেত্রেই যারা সম্পর্কে অসন্তুষ্ট বা অনিশ্চিত, তারাই সোশ্যাল মিডিয়ায় প্রেম বা দাম্পত্যের ছবি বেশি পোস্ট করেন।একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবি মিত্তল বলেন, বর্তমানে ১০ জনের মধ্যে আটজনই তাদের ব্যক্তিগত জীবনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কিন্তু গবেষণা বলছে, সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সুস্থ রাখতে চাইলে এই ‘হ্যাপি মোমেন্ট’ প্রকাশ্যে না আনাই ভালো।মনোবিদদের বিশ্লেষণও প্রায় একইরকম। তাদের মতে, যারা সত্যিই সুখী দম্পতি, তারা একসঙ্গে কাটানো সময়টাতে এতটাই মগ্ন থাকেন যে ছবি তোলা বা পোস্ট করার কথাই মনে থাকে না। বরং সম্পর্কের বাইরে থেকে যারা নিজের সুখ প্রমাণ করতে চান, তারা প্রায়ই ছবি পোস্টের মাধ্যমে নিজেরা ‘সুখী’ প্রমাণের চেষ্টা করেন।সাধারণ যে...