সাদমান ইসলামের সেঞ্চুরি বা ব্যাট উঁচিয়ে উদযাপন, এসব নতুন কিছু নয়। টেস্টে দুটি সেঞ্চুরি করেছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে তো এটি নিয়মিত দৃশ্যই। রঙিন পোশাকে শতরান করেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সেঞ্চুরি করবেন, এমন কিছু ছিল দেশের ক্রিকেটে অনেকটাই অভাবনীয়। সেই তিনিই চমকে দিলেন। যার গায়ে সেঁটে আছে টেস্ট ব্যাটসম্যানের তকমা, তার ব্যাট থেকেই এলো এবারের জাতীয় লিগ টি-টোয়েন্টির প্রথম সেঞ্চুরি। এই ম্যাচের আগে ২০ টি-টোয়েন্টিতে সাদমানের একমাত্র ফিফটি ছিল ৫৪ রানের একটি ইনিংস। এই জাতীয় লিগ টি-টোয়েন্টির আগে ২০ ওভারের ক্রিকেটে তার গড় ছিল ১৬.৩১, স্ট্রাইক রেট ছিল ৯৩.২১। সেই সাদমান শনিবার ঢাকা মেট্রোর হয়ে খেলেন ১১ চার ও ৪ ছক্কায় ৬১ বলে ১০১ রানের ইনিংস। মাহফিজুল ইসলাম রবিনের সঙ্গে তার উদ্বোধনী জুটিতে রান আসে ১৭৭। জাতীয়...