আরব সাগরে একটি বন্দর নির্মাণ ও পরিচালনার প্রস্তাব নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের উপদেষ্টারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। পরিকল্পনা অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকারের লক্ষ্যে বেলুচিস্তানের গোয়াদর জেলার পাশনি শহরে একটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে, বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশনি বন্দর শহরটি আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে অবস্থিত। অসিম মুনির ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সেপ্টেম্বর মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। ওই বৈঠকে শরিফ কৃষি, প্রযুক্তি, খনন ও জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ চেয়েছেন। প্রতিবেদনে বলা হয়, কিছু মার্কিন কর্মকর্তার সঙ্গে এই প্রস্তাব নিয়ে আলোচনা...