দুর্গাপূজার সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখাকৃতি দিয়ে অসুর বানানো নিম্নরুচির পরিচয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। আজ শনিবার বিকেলে রাজধানীর বনানীতে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, ‘দুর্গাপূজার সময় প্রধান উপদেষ্টার চেহারাকে অসুরের রূপ দেওয়া ভারতের নিম্নরুচির পরিচয়। এতে প্রমাণিত হয় মোদির নেতৃত্বে ভারতের রাজনীতিতে অন্ধকার যুগ শুরু হয়েছে।’ বিএনপির এই নেতা বলেন, ‘৫ আগস্টের পরাজিত শক্তিরা দেশে পার্শ্ববর্তী দেশের শিল্প সাহিত্যের এক্সটেনশন করতে চেয়েছিল। বিগত সময়ে পার্শ্ববর্তী দেশের বৃহত্তর শিল্পের চর্চা হিসেবে এদেশের সংস্কৃতিকে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে।’ এ সময় রাজনীতিবিদদের শিল্পের চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি।...