৩ অক্টোবর একটি লেখা ফেসবুকে পোস্ট করেছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম ও সাবেক স্ত্রী গুলতেকিন খান। তার লেখায় উঠে এসেছে একান্ত ব্যক্তিগত কিছু বিষয়। যুক্তরাষ্ট্রে বসবাস করার সময়ের কিছু স্মৃতি কঠিন ভাবে নাড়া দিয়েছে পাঠকদের। সেই লেখা পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন। মেহেদী হাসান লিখেছেন, ‘হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে গুলতেকিনের জন্য একটা বার্তা দিতেন। বার্তার সারমর্ম হতো, অভিমান করো না প্রাক্তন প্রিয়তমা।’ রেজা শাহীন লিখেছেন, ‘ডিভোর্সের ৮ বছর পর অবধি হুমায়ূন আহমেদ বেঁচে ছিলেন। জীবিত থাকার সময় গুলতেকিন খানের মনে হয়নি এই কথাগুলো বলা দরকার? কথাগুলো সত্য নাকি মিথ্যে এটা মানুষজন কীভাবে জানবে? হুমায়ূন আহমেদ যেহেতু জীবিত নেই, তাই আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ নেই।’ জাহান সুলতানা লিখেছেন, ‘হুমায়ূন ফরিদীকে ডিভোর্স দেওয়ার পর সুবর্ণা মুস্তফা বলেছেন, ‘উনি উনার স্বামীকে নিয়ে...