যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে দাড়ি নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন। এতে বিপাকে পড়েছেন মুসলিম, শিখদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা। এমন নির্দেশনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সাম্প্রতিক মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীতে দাড়ি, লম্বা চুল এবং অন্যান্য ব্যক্তিগত অভিব্যক্তি নিষিদ্ধ করা হয়েছে। এতে শিখ, ইহুদি ও মুসলিম ধর্মাবলম্বীরা বিপাকে পড়েছেন, যাদের ধর্মীয় কারণে দাড়ি রাখার অনুমতি রয়েছে। গত মঙ্গলবার ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে এক বক্তব্যে হেগসেথ বলেন, ‘আর কোনো দাড়ি নয়, লম্বা চুল নয়, অযথা ব্যক্তিগত প্রকাশ নয়। দাড়ি চাইলে স্পেশাল ফোর্সে যোগ দেন, নাহলে শেভ করুন।’ ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন যুদ্ধবিমানের উপস্থিতি যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার যুক্তরাষ্ট্রে শাটডাউন ঘিরে ব্যাপক কর্মী ছাঁটাইয়ের শঙ্কা প্রায় ৮০০ জেনারেল, অ্যাডমিরাল ও জ্যেষ্ঠ কর্মকর্তার সামনে...