মেয়েদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইপর্ব খেলতে জর্ডান যাচ্ছে বাংলাদেশ। খেলতে হবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দু’দল স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপের বিপক্ষে। প্রতিপক্ষ হিসেবে দল দুটিকেই কঠিন বলছেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ দলের কোচ একেএম সাইফুল বারী টিটু। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কনফারেন্স কক্ষে আসরের বিস্তারিত জানাতে করা হয় সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের কার্যনির্বাহী সদস্য টিপু সুলতান। ম্যাচ দুটি সামনে রেখে অনূর্ধ্ব-১৭ মেয়েদের ২৩ সদস্যের দল দিয়েছে বাফুফে। অর্পিতা বিশ্বাস অর্পিতার নেতৃত্বে খেলবে লাল-সবুজের দল। সংবাদ সম্মেলনে কোচ টিটু জানান, ‘সবমিলে আমি ২৭-২৮ তারিখ থেকে মেয়েদের সাথে অনুশীলন শুরু করেছি। সাফ খেলতে যাওয়ার এবং খেলার সময় তাদের কিছু পর্যবেক্ষণ আমি দিয়েছি, কোচদের। আগেরবার সাফের সময়কার কিছু খেলোয়াড় এখনও...