বলিউড অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার তার ড্রাইভারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। মুম্বাই পুলিশ ফারহান আখতারের মা হানি ইরানির গাড়িচালক নরেশ সিং (৩৫) এবং বান্দ্রা লেকের কাছে একটি পেট্রোল পাম্পের কর্মচারী অরুণ সিং (৫২)-এর বিরুদ্ধে ১২ লক্ষ টাকা জালিয়াতির মামলা দায়ের করেছে। সম্প্রতি ফারহানের মা হানি ইরানির ম্যানেজার দিয়া ভাটিয়া আবিষ্কার করেন, যে গাড়ির ৩৫ লিটার পেট্রোলের প্রয়োজন তার জন্য ৬২১ লিটার জ্বালানি কিনেছেন অভিযুক্ত গাড়িচালক নরেশ সিং! সঙ্গে সঙ্গে তিনি প্রকৃত কারণ জানতে চান তার কাছে। অভিযোগ, নরেশ শুরুতে মিথ্যা বলেন। জানান, পেট্রোল ভরাতে তিনি ফারহানের একটি মাত্র কার্ড ব্যবহার করেন। ভাটিয়া লাগাতার তাকে প্রশ্ন করতে থাকলে একসময় অভিযুক্ত দোষ স্বীকার করেন। জেরায় জানান, ইরানির পুরনো গাড়িচালক তাকে তিনটি কার্ড দিয়েছিলেন। তিনটিই ফারহানের। ওই কার্ড দিয়ে তিনি...