গত ১৫ মে, ২০২৫ এ প্রথম আলোতে “প্রকৌশল এবং কারিগরী সংস্কার কমিশন কেন নয়?” শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়। কিন্তু সরকার সেই সময় এই ব্যাপারটা পুরোপুরি উপেক্ষা করে। এমনকি এটা ও বলা হয় যে আর মাত্র কয়েক মাস পর নির্বাচন। এখন নতুন ‘ঝামেলা’ নিলে ফল আসবে না। কিন্তু আন্দোলনের মাধ্যমে সরকার কথা শুনতে বাধ্য হলো, এর মধ্যে আদালতের রায় আসাও শুরু হলো, ডিপ্লোমাধারীরা ও নতুন দাবী নিয়ে আসলো- সরকার ও বাধ্য হয়ে একটা কমিটি দিতে বাধ্য হলো। হ্যা! কমিশন না, কমিটি। এবং এই কমিটি কি এই সমস্যা সমাধানের জন্য প্রস্তুত? শুরুতেই তাদের কাজ স্বন্দিহান যোগায়। এখন কিছু ইতিহাসে যাই। টেকনোক্রেটদের (এখনকার প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ সহ স্পেশালিস্ট) সাথে বুরোক্রেটদের দ্বন্দের ইতিহাস সেই খ্রিস্টের জন্মের আগে থেকে। সেই দ্বন্দ এতটাই প্রকট হয়ে...