বিহার বিধানসভা নির্বাচন এক বা দুই দফার মধ্যেই শেষ করার দাবি তুলেছে বিজেপি। একই সঙ্গে বোরখা পরে ভোট দিতে আসা মহিলাদেরও সঠিকভাবে শনাক্ত করার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে দলটি। শনিবার পটনায় গিয়ে দুই দিনের সফরে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এ সময় কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের প্রস্তাব তুলে ধরে বিহার বিজেপি। বিহার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, “আমরা চাই, এক বা দুই দফাতেই ভোট শেষ করা হোক। নির্বাচন প্রক্রিয়াকে অযথা দীর্ঘায়িত করার প্রয়োজন নেই।” জয়সওয়াল আরও বলেন, ভোট যেন নিরপেক্ষ হয়, সে জন্য পর্যাপ্ত আধাসেনা মোতায়েন করতে হবে। বিশেষ করে যেখানে বুথ দখল বা ভোটারদের ভয় দেখানোর আশঙ্কা আছে, সেখানে বাড়তি...