জাপান যেতে আর দালালের পেছনে ঘুরতে হবে না। সেখানে গিয়ে বেতন-ভাতাসহ মাসে বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৫ হাজার থেকে ১ লাখ ৫৭ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব। শর্ত একটাই— জানতে হবে জাপানি ভাষা। ছয় থেকে নয় মাসের ভাষা শিক্ষা কোর্স করেই জাপানে যাওয়ার সুযোগ মিলছে। পরবর্তীতে সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগও রয়েছে। কিন্তু এমন বিশাল সম্ভাবনাময় শ্রমবাজার থাকা সত্ত্বেও বাংলাদেশ এখনো তেমন সাফল্য দেখাতে পারেনি। অথচ জাপানের কর্মক্ষেত্রে বিদেশিদের চাহিদা দিন দিন বাড়ছে। জাপানে সন্তান জন্মদানের হার বিশ্বের সর্বনিম্ন। ২০২৪ সালে দেশটির জন্মহার ১২৫ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। সরকার ইতোমধ্যে ৩.৬ ট্রিলিয়ন ইয়েনের ‘শিশু যত্ননীতি প্যাকেজ’ ঘোষণা করেছে।ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালে জাপানের জনসংখ্যা কমে দাঁড়াবে মাত্র ৮ কোটি ৭০ লাখে—...