অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শুভমান গিলকে ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে শেষ হলো রোহিত শর্মার অধিনায়কত্ব। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই এই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন তিনি, এখন শুধু মাত্র ৫০ ওভারের ক্রিকেটেই খেলবেন।চলুন, পরিসংখ্যানে ফিরে দেখা যাক রোহিতের নেতৃত্বে ভারতের এক বর্ণময় অধ্যায়। রোহিত শর্মার নেতৃত্বে ভারত ৫৬টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৪২টিতেই জয় পেয়েছে, যেখানে একটি টাই এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তার অধীনে ভারতের জয়ের হার ৭৫ শতাংশ। ওয়ানডেতে কমপক্ষে ৫০টি ম্যাচে অধিনায়কত্ব করা ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডের (৭৬.২ শতাংশ) জয়ের হার তার চেয়ে বেশি। জয়ের হারের দিক থেকে রোহিত বিরাট কোহলি (৬৮.৪ শতাংশ) এবং এমএস ধোনির (৫৫ শতাংশ) থেকে অনেকটাই এগিয়ে, যা তাকে ভারতের সফলতম ওয়ানডে অধিনায়ক...