চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মো. শাফায়াত হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছাত্রলীগ ও আওয়ামী লীগকে জড়িয়ে তার একাধিক স্ক্রিনশটে এমন অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।আরো পড়ুন:শাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বহিষ্কারছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন গ্রেপ্তার শাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বহিষ্কার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন গ্রেপ্তার শাফায়াত বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ক্রীড়াবিজ্ঞান ও শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের একজন পদহীন নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শাফায়াতের পোস্টের স্ক্রিনশটগুলোতে দেখা যায়, একটি পোস্টে তিনি আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মৃত এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক জ্ঞাপন করে পোস্ট করেছেন। ২০১৭...