০৪ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম রাজনীতি চর্চায় বগুড়া বিএনপি এখন অতিতের যেকোনো সময়ের চেয়ে বেশি সজাগ ও তৎপর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরাই জিতবে এমন সরল সমীকরণ সত্যি হলেও বগুড়া বিএনপি আর দিবাস্বপ্ন দেখতে নারাজ। বগুড়া বিএনপির নেতারা মনে করছেন শহীদ জিয়াউর রহমান ও তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পুত্র তারেক রহমানের স্মৃতি ধন্য বগুড়ায় বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে জামাত, ইসলামি আন্দোলন ও এনসিপি অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি তৎপর। এর মধ্যে জামাত ও ইসলামি আন্দোলন বাংলাদেশ বগুড়ার ৭ টি সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ঘোষণা দিয়েছে অনেক আগে। এরপর ওই দুটি দলের প্রার্থীরা নিজেদের জয় নিশ্চিত করতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনি তৎপরতা...