আসিফ আকবর :বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল থিম সং ছিল, ‘বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ।’ এটা তৎকালীন বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াডের প্রধান প্রয়াত আরাফাত রহমান কোকোর উদ্যোগেই হয়েছে। গানটি লিখেছেন অভিনেতা ও নাট্যনির্মাতা সোহেল আরমান। সুর ও সঙ্গীত করেছেন ইবরার টিপু। বেসিক্যালি, বাংলাদেশ ক্রিকেটের প্রথম থিম সং হিসেবে লঞ্চ করা গান—বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ। আমি গানের মানুষ। ক্রিকেটের সঙ্গে একটা মিনিমাম অংশগ্রহণের জন্যই বাংলাদেশ গানটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। দেশের মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। আমি সাবেক ক্রিকেটার, বর্তমান গায়ক—দুটোর কম্বিনেশনে গানটা করা। এনটিভি অনলাইন :খেলা ও গানের পর এখন সরাসরি যুক্ত হলেন সাংগঠনিক পর্যায়ে। কেমন লাগছে? আসিফ আকবর :অনুভূতি ভালো। সাংগঠনিক কাজে জড়িত হওয়ার ফলাফল আশা করছি আমরা খুব দ্রুততম সময়ে দেখাতে পারব। দীর্ঘদিনের খেলার মাঠের অভিজ্ঞতা যেটা আছে, সেটা নিয়ে একটা প্ল্যানও...