অধিনায়ক মিচেল মার্শের একার লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাপেল-হ্যাডলি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল অস্ট্রেলিয়া। ১৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মার্শের অপরাজিত ১০৩ রানের মহাকাব্যিক ইনিংসের কাছে ম্লান হয়ে যায় বাকি অস্ট্রেলিয়ান ব্যাটারদের সম্মিলিত ৪৯ রান।সিরিজের প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় আগেই ট্রফি নিজেদের কাছে রাখা নিশ্চিত করেছিল অজিরা। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। সিম বোলিং সহায়ক কন্ডিশনে মাত্র দুই ওভার খেলা হতেই ডেভন কনওয়েকে (০) হারায় কিউইরা। এরপর আবার ৩৫ মিনিটের জন্য বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে। খেলা শুরুর পর প্রথম বলেই ছক্কা মেরে ইতিবাচক সূচনা করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান টিম রবিনসন। তাকে সঙ্গ দেন টিম সেইফার্ট। কিন্তু পাওয়ার প্লের মধ্যেই রবিনসন এবং মার্ক চ্যাপম্যানকে দ্রুত...