ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও আত্মসমর্পণ করলেন ব্রেন্ডন কিং-শাই হোপেরা। তাতে আহমেদাবাদ টেস্ট ইনিংস এবং ১৪০ রানের ব্যবধানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শুবমান গিলের দল। ঘরের স্পিন সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জিততে সমস্যা হওয়ার কথা ছিল না। শুবমনদের সমস্যায় পড়তেও হয়নি। টেস্টের কোনো ভারতের বোলিং ‘মেশিনের’ সামনে দাঁড়াতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। ম্যাচের তৃতীয় দিন আর ব্যাট করতে নামেনি ভারত। শুক্রবারের ৫ উইকেটে ৪৪৮ রানেই ইনিংস ঘোষণা করে দেন ভারতীয় অধিনায়ক শুবমান। ২৮৬ রানে এগিয়ে থেকে সফরকারীদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠান তিনি। আরও পড়ুনআরও পড়ুনশুবমানের কাছে ওয়ানডের নেতৃত্ব হারালেও দলে টিকলেন রোহিত ওয়েস্ট ইন্ডিজের প্রথমসারির কোনো ব্যাটারই দলকে ভরসা দিতে পারেননি। ব্যতিক্রম শুধু অ্যাথানাজের ৩৮...