গ্রীষ্মের দলবদলে ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে আসেন হুগো একিতিকে। অ্যানফিল্ডে এসে সতীর্থ হন মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহর। অলরেডস তারকার কাছ থেকে শিখছেন প্রতিনিয়ত। সম্প্রতি ইউরোপের এক সংবাদমাধ্যমে বিশেষ সাক্ষাৎকারে ক্লাব ও সতীর্থদের নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন ফরাসি ফরোয়ার্ড। ২৩ বর্ষী একিতিকে বলেছেন, ‘সালাহ খুবই বন্ধুসুলভ ও খোলামেলা মনের। টিভিতে তাকে দেখতাম, এখন পাশে খেলছি। অনেক কিছু শেখা যায় তার কাছ থেকে। আশাকরি একসঙ্গে অনেক গোল করব এবং দলকেও জেতাতে পারব। লিভারপুল নিয়ে বলেছেন, ‘প্রথম অনুভূতিটা ছিল গর্বের। আজ শীর্ষে-কাল তলানিতে, জানি ফুটবলে সময়টার মূল্য বেশ। এজন্য সবসময় প্রস্তুত থাকি, পরিশ্রম চালিয়ে যাই যেন দলকে সাফল্য এনে দিতে পারি।’ ‘অর্জন করতে চাই অনেক কিছুই। কিন্তু এখন সবচেয়ে বড় স্বপ্ন লিভারপুলের হয়ে...