কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় ভারতের নারী ক্রিকেট দল যখন অনুশীলনে ব্যস্ত, তখন সেখানে হাজির হয় এক অপ্রত্যাশিত ‘অতিথি’। বিশেষ সেই অতিথি ছিল একটি সাপ। শ্রীলঙ্কায় এ ধরনের সাপকে বলা হয় ‘গারান্দিয়া’। এগুলো মূলত নিরীহ প্রজাতির ইঁদুরখেকো সাপ, যা মানুষের জন্য ভীতিকর নয়। প্রেমাদাসায় অবশ্য এমন দৃশ্য একেবারে নতুন নয়। লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচেও আগে দেখা মিলেছে সাপের। চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা–বাংলাদেশের ওয়ানডেতেও মাঠে ঢুকে পড়েছিল এই প্রজাতির সাপ। ফলে নিয়মিত এই মাঠে আসাটা গারান্দিয়ার জন্য যেন নিয়মই হয়ে দাঁড়িয়েছে। মাঠ কর্মকর্তারা জানান, এই সাপ বিষধর নয়। কামড়ায়ও না। গারান্দিয়া শুধু ইঁদুর খুঁজতে বের হয়। শুক্রবার ধূসর–বাদামি রঙের সেই সাপকে ড্রেন আর গ্যালারির পাশ দিয়ে এগিয়ে যেতে দেখা যায়। সে সময় ভারতের খেলোয়াড়েরা সেন্টার উইকেট থেকে নেটে অনুশীলনে যাচ্ছিলেন। সাপটিকে...