আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেও বিশ্বরেকর্ড গড়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। শুক্রবার (৩ অক্টোবর) কিউই পেসার টিম সাউদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ড গড়েছেন তিনি। ম্যাচে ৪ ওভারে ৪০ রান খরচ করলেও ডট বল দিয়েছেন ৭টি। এর মধ্য দিয়েই তিনি নতুন উচ্চতায় পৌঁছান। ইনিংসের ১৬তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলের পঞ্চম বলের সময় ১১৩৮তম ডট দিয়ে সাউদির সমান হন। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলে সাউদিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে যান কাটার মাস্টার। এখন পর্যন্ত ১২০ ইনিংসে মোস্তাফিজের ডট বলের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪২। অন্যদিকে ১২৩ ইনিংসে ২৭৫৩ বল করে সাউদির ডট বল সংখ্যা ১১৩৮। আরো পড়ুন :বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরেক প্রার্থী বাংলাদেশি বোলারদের মধ্যে আগেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে গিয়েছিলেন মোস্তাফিজ। বর্তমানে ১২৫...